+8801768620564, 01842620564
imperial_college95@yahoo.com, info@imperialcollege.edu.bd

শিক্ষার্থীদের জন্য নির্দেশনাসমূহ

১. পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিফর্ম (শার্ট ইন করে) ও কালো রঙের জুতা পরে সকাল ৭:৫৫ মিনিটের মধ্যে কলেজে প্রবেশ করতে হবে। কলেজের প্রবেশের সময় অবশ্যই ID Card গলায় ঝুলিয়ে দৃশ্যমান অবস্থায় রাখতে হবে।

২. নিয়মিতভাবে সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

৩. নিয়মিত শ্রেণি কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। কলেজ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে একদিনও ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য প্রতিদিন ৫০.০০ (পঞ্চশ) টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।

8. ধূমপানরত অবস্থায় কোনো শিক্ষার্থীকে কলেজে বা কলেজের আশে-পাশে পাওয়া গেলে তার ভর্তি বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫. ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার আপত্তিকর ছবি বা মন্তব্য করা বা সহপাঠী/শিক্ষক/কলেজ/রাষ্ট্র সম্পর্কিত নেতিবাচক কিছু দেয়া যাবে না।

৬. অসুস্থতাজনিত বা বিশেষ কোনো কারণে অগ্রিম ছুটির প্রয়োজন হলে নির্ধারিত ফরমে আবেদন করে সংশ্লিষ্ট গাইড শিক্ষকের সুপারিশসহ উপাধ্যক্ষ/কো-অর্ডিনেটর-এর দপ্তরে জমা দিয়ে ছুটি মঞ্জুর করিয়ে নিতে হবে।

৭. কলেজে এসে অসুস্থতা বা বিশেষ কোনো জরুরি প্রয়োজনে ছুটি নিতে হলে Early Leave-এর দরখাস্ত করে গাইড শিক্ষকের সুপারিশসহ উপাধ্যক্ষ/কো-অর্ডিনেটর-এর দপ্তরে জমা দিয়ে ছুটি নেয়া যাবে।

৮. ছাত্রীরা চাইলে বোরকা বা হিজাব পরিধান করতে পারবে। বোরকা বা হিজাব অবশ্যই সাদা রঙের হতে হবে। তবে চুল রং করা যাবে না। কলেজে কোনো অলংকার পরিধান করে আসা যাবে না।

৯. কলেজের যে-কোনো বিষয়ে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট গাইড শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে।

১০. লেখাপড়া সম্পর্কিত যে-কোনো জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কোর্স শিক্ষক, গাইড শিক্ষক এবং প্রয়োজনে বিভাগীয় প্রধানের সাথে পরামর্শ করতে হবে।

১১. নির্দিষ্ট রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। শ্রেণি কার্যক্রমে অধিক মনোযোগী হতে হবে এবং প্রতিটি বিষয়ের জন্য একটি করে নির্ধারিত খাতা ব্যবহার করতে হবে।

১২. সরকারি পরিপত্র অনুযায়ী শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার আইনত দণ্ডনীয়। কোনো অবস্থাতেই কোনো শিক্ষার্থী কলেজে মোবাইল, ইলেকট্রনিক সামগ্রী, যেমন I Pad, I Pod, Tab, Geer/Smart watch ইত্যাদি বহন করতে পারবে না। নিয়মিত শ্রেণিকক্ষে Search অভিযান চালানো হয়। উক্ত সামগ্রীর কোনোটি কোনো ছাত্র-ছাত্রীর নিকট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করা হতে পারে।

১৩. ঢাকা ইমপিরিয়াল কলেজ রাজনীতি ও ধূমপানমুক্ত শিক্ষাঙ্গন। কোনো অবস্থাতেই কলেজ ক্যাম্পাসের আশে-পাশে, রামপুরা ব্রিজ, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, বনশ্রী বাঁশের সাঁকো ইত্যাদি এলাকায় কোনো ছাত্রকে ধূমপানরত অবস্থায় দেখা গেলে বা Mobile Discipline Team-এর হাতে ধরা পড়লে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি কলেজ থেকে বহিষ্কার করাও হতে পারে।

১৪. বহিরাগত কোনো বন্ধু, বান্ধবী বা অন্য কলেজের ছাত্র বা মহল্লার কোনো পরিচিত ব্যক্তিকে কলেজ ক্যাম্পাসে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এ রকম কোনো বিষয় গোচরীভূত হলে সংশ্লিষ্ট ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হবে।

১৫. অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সৃষ্টি হলে সাথে সাথে সেকশন শিক্ষক, ডিসিপ্লিন কমিটির শিক্ষক; প্রয়োজনে অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে পরামর্শ করতে হবে এবং তাৎক্ষণিক রিপোর্ট করতে হবে।

১৬. দূরবর্তী ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বাসে যাতায়াত করে, বাস ভাড়া নিয়ে তাদের কোনো রকম বিবাদ সৃষ্টি করা যাবে না। কারণ এতে কলেজের সুনাম হানি হয়। বাস সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে দ্রুত কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে।

১৭. অভ্যন্তরীণ পরীক্ষার (ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার ফাইনাল, সেকেন্ড সেমিস্টার, Pre-Test, Test) সময় প্রয়োজনীয় সামগ্রী যেমন প্রবেশপত্র, ইরেজার, স্কেল, ক্যালকুলেটর, পেন্সিল ইত্যাদি পেন্সিল ব্যাগে/ট্রান্সপারেন্ট ফোল্ডারে বহন করতে হবে। পরীক্ষার সময় কোনো প্রকার ব্যাগ, বই, খাতা, নোটপত্র, মোবাইল বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

১৮. সকল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে পাস করা বাধ্যতামূলক। সেকেন্ড সেমিস্টার ফাইনাল (Ist Year Final) পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীকে ২য় বর্ষে প্রমোশন দেয়া হয় না। ৪র্থ সেমিস্টার ফাইনাল (Test) পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র/ছাত্রীকে উচ্চমাধ্যমিক (HSC) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় না।

১৯. অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য Sick Bed-এর ব্যবস্থা আছে। কোনো শিক্ষার্থী দুর্ঘটনা, মারাত্মক অসুস্থতা বা বিশেষ কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে অপারগ হলে পরীক্ষার পূর্বেই প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে আবেদন করে বিষয়টি সম্পর্কে জানাতে হবে এবং অনুপস্থিতির বিষয়ে অধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিতে হবে।

২০. বিনা অনুমতিতে এক মাসে সর্বোচ্চ পাঁচ দিন অনুপস্থিত থাকলে হাজিরা খাতা থেকে নাম কর্তন করা হয়। তখন পুনঃভর্তি হতে হবে। পুনঃভর্তি ফি এক মাসের বেতনের সমপরিমাণ।

২১. প্রতিমাসের ১-১০ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে। ১০ তারিখের পর থেকে প্রতিদিনের জন্য ১০.০০ (দশ) টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।

২২. সকল পরীক্ষা, ছুটি এবং সহশিক্ষা কার্যক্রমের জন্য একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করতে হবে।

২৩. বর্তমানে কিছুসংখ্যক শিক্ষার্থী ডিজিটাল আসক্তি, মাদকাসক্তি, স্ট্রেস, অত্যাধিক রাগ, পিতা-মাতা এবং শিক্ষকদের অবাধ্যতা, পড়াশোনায় অমনোযোগিতাসহ নানাবিধ সমস্যায় ভুগছে। শিক্ষার্থীদের এ ধরনের সমস্যা নিরসণের লক্ষ্যে নিচতলা ১০৬ নম্বর রুমে একজন স্টুডেন্ট সাইকোলজিস্ট কর্মরত আছেন। তার সাথে কাউন্সেলিং-এর জন্য যোগাযোগ করা যাবে।