সম্মানিত অভিভাবকদের জ্ঞাতার্থে
- ১. প্রতিদিন সকাল ৭:৫৫ মিনিটের মধ্যে আপনার সন্তানের কলেজে আগমন নিশ্চিত করবেন।
- ২. কলেজে আগমনের পূর্বে সে যথাযথভাবে কলেজ ইউনিফর্ম, বেল্ট, জুতা পরিধান করেছে কিনা এবং আপনার সন্তানের শোভন কেশবিন্যাসের (চুল ও ছোট চিপ) প্রতি দৃষ্টি রাখবেন। ছাত্রীদের ক্ষেত্রে চুল রং করা যাবে না, কোনো অলংকার পরিধান করা যাবে না। কোনো ছাত্রী বোরকা/হিজাব পরিধান করতে চাইলে কলেজ ইউনিফর্মের উপর সাদা রঙের বোরকা বা হিজাব পরিধান করবে।
- ৩. সরকারি পরিপত্র অনুযায়ী কলেজে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি নিশ্চিত হবেন যে, আপনার সন্তান বা পোষ্য মোবাইল ফোন বা কোনো প্রকার ইলেকট্রনিক সামগ্রী (I Pad, Tab Gear/Smart Watch ইত্যাদি) বহন করছে না।
- 8.আপনার সন্তানের ক্লাসে উপস্থিতি, লেখাপড়ার অগ্রগতি তথা সার্বিক বিষয় দেখাশোনা করার জন্য একজন গাইড শিক্ষক দায়িত্ব পালন করবেন। যে-কোনো প্রয়োজনে উক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাঁর নাম ও মোবাইল নম্বর আপনার ফোনে সংরক্ষণ করবেন।
- ৫. আপনি এই বিষয়ে অবগত থাকবেন যে, বিনা অনুমতিতে তিন দিন ক্লাসে অনুপস্থিত থাকলে হাজিরা খাতা থেকে নাম কর্তন করা হবে এবং পুনঃভর্তি হতে হবে। পুনঃভর্তি ফি এক মাসের টিউশন ফি'র সমান।
- ৬. শিক্ষার্থীকে নিয়মিত শ্রেণি কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। কলেজ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে একদিনও ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য প্রতিদিন ৫০.০০ (পঞ্চাশ) টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।
- ৭. যে-কোনো পরামর্শ বা বিশেষ প্রয়োজনে গাইড শিক্ষক, উপাধ্যক্ষ বা অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
- ৮. প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে নির্ধারিত টিউশন ফি কলেজ ক্যাম্পাসে মার্কেন্টাইল ব্যাংকের বুথে অথবা বাংলাদেশে অবস্থিত মার্কেন্টাইল ব্যাংকের যে-কোনো শাখা/উপ-শাখা থেকে অনলাইনে পরিশোধ করতে হবে। অনলাইনে বিকাশ অ্যাপস-এর পে-বিলের মাধ্যমে টিউশন ফি ও অন্যান্য ফি প্রদান করা যায়। ১০ তারিখের পরে দৈনিক ১০.০০ (দশ) টাকা করে জরিমানা প্রদান করতে হবে।
- ৯. কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। অনুপস্থিতির বিষয়টি গাইড শিক্ষক আপনাকে অবহিত করবেন এবং কলেজ থেকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। অসুস্থতা বা বিশেষ কোনো কারণে ক্লাসে উপস্থিত হতে না পারলে সেই দিনই গাইড শিক্ষককে অবহিত করবেন।
- ১০. দীর্ঘ অসুস্থতা বা বিশেষ কোনো কারণে ছুটির প্রয়োজন হলে Advance Leave নিয়ে যাবেন। এ বিষয়ে অধ্যক্ষ/উপাধ্যক্ষের দপ্তর থেকে অগ্রিম ছুটির ফরম পূরণ করে জমা দিয়ে ছুটি মঞ্জুর করিয়ে নেবেন।
- ১১.আপনি সন্তানের সকল পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবগত থাকবেন এবং অভিভাবক সভায় অবশ্যই উপস্থিত থাকবেন।
- ১২. বর্তমানে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হচ্ছে। বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী ডিজিটাল আসক্তি, মাদকাসক্তি, স্ট্রেস, অত্যাধিক রাগ, পিতা-মাতা এবং শিক্ষকদের অবাধ্যতা, পড়াশোনায় অমনোযোগিতাসহ নানাবিধ সমস্যায় ভুগছে। শিক্ষার্থীদের এ ধরনের মানসিক সমস্যা নিরসণের লক্ষ্যে একজন স্টুডেন্ট সাইকোলজিস্ট কর্মরত আছেন। তার সাথে কাউন্সেলিং-এর জন্য কলেজের নিচতলা ১০৬ নম্বর রুমে যোগাযোগ করা যাবে।
- সর্বোপরি আপনার সন্তান/পোষ্যের ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি আপনার সযত্ন তত্ত্বাবধান, সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা একান্তভাবে কাম্য।