Imperial Pathchakra

Imperial Pathchakra

  • ইমপিরিয়াল পাঠচক্র
    সাহিত্য পঠন ও আলোচনা বিষয়ক ক্লাব পাঠচক্র। একটি ভালো বই একজন ভালো বন্ধুর মতো সঙ্গ দেয়, একজন গুণী মানুষের মতো পথ-নির্দেশনা দেয়, একটি প্রদীপ্ত শিখার মতো মনের জগতে আলো ছড়ায়। তাই ঢাকা ইমপিরিয়াল কলেজ সিলেবাসভুক্ত বইয়ের বাইরেও শিক্ষার্থীদের পাঠাভ্যাস তৈরি করতে আলোকিত হও আলো ছড়াও শ্লোগান নিয়ে বইপড়া কর্মসূচি বিষয়ক ক্লাব পাঠচক্র প্রতিষ্ঠা করেছে। এ কলেজের যে-কোনো শিক্ষার্থী এ ক্লাবের সদস্য হতে পারে।