Principal’s Award

Start

End

গত ১১ এপ্রিল ২০১৯ তারিখে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়  Principal’s Award & Award Of Attendance প্রদান অনুষ্ঠান। বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ১৫ জন শিক্ষার্থীকে ইয়ার ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তীর জন্য Principal’s Award & Award এবং প্রথম বর্ষের সকল কর্যদিবসে কলেজে উপস্থিত থাকার জন্য  ৯৬ জন শিক্ষার্থীকে Award Of Attendance পুরস্কার প্রদান করা হয়। কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ,উপাধক্ষ্য মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধাসহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ্র শিক্ষার্থীদের হতে এই মুল্যবান পুরস্কার তুলে দেন।

MORE DETAIL