Start
End
২৭ ফেব্রুয়ারি ,২০২৫ তারিখে রাজধানীর আফতাবনগর জহুরুল ইসলাম সিটির খেলার মাঠে অনুষ্ঠিত হয় ঢাকা ইমপিরিয়াল কলেজের ২১তম বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। ৩৫টি ইভেন্টে অনুষ্ঠিত জাকজমকপূর্ণ এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক ড. এস. এম হাফিজুর রহমান এবং কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ ওয়ালীউল্লাহ এফসিএ ও উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ।