Start
End
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষে গত ২৬ মার্চ কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতা,আলোচনা ও সাংকৃতিক অনুষ্ঠান।কলেজের সাংকৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পিরা পরিবেশন করে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান।এছাড়াও স্বধীনতা দিবসের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জিনাত আরা হক,ক্লাব মডারেটর ফয়সাল বার্ক ও অনুষ্ঠানের আহবায়ক মিলন কান্তি। কবিতা আবৃত্তি করেন ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আরিফ আহমদ তাঁর বক্তেব্যে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহবান জানান।এজন্য তিনি শিক্ষার্থদের বেশিবেশি মুক্তিযুদ্ধের বই পড়ার তাগিদ দেন। অনুষ্ঠান অধ্যক্ষ আরিফ আহমদ ‘স্বধীনতার অগ্রযাত্রা’ নামে একটি দেয়ালিকার উদ্বোধন করেন।