Start
End
তারিখ : ২৭/০৪/২০১৯
বরাবর
নিউজ এডিটর/চীফ রিপোর্টার,
……………………………………………………।
জনাব,
আপনার জনপ্রিয় পত্রিকায় নিম্নোক্ত সংবাদটি প্রকাশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।
অধ্যক্ষ
প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা ইমপিরিয়াল কলেজ
৭ঃয উওঈসায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ মেগা কার্নিভাল-২০১৯-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
আজ ২৭ এপ্রিল, ২০১৯, ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ৭ঃয উওঈসায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ মেগা কার্নিভাল-২০১৯-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও বিজ্ঞানচিন্তার সম্পাদক জনাব আব্দুল কাইয়ুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিঃ-এর ভাইস প্রেসিডেন্ট ও বনশ্রী শাখার ম্যানেজার জনাব মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ। আরও উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপর গুরুত্ব প্রদান করেন। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। দুই দিনব্যাপী এই কার্নিভাল আয়োজনের জন্য তিনি অনুষ্ঠানের আয়োজক ও অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
দুই দিনব্যাপী এই কার্নিভালে ঢাকা মহানগরীর ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১,০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কার্নিভালের উল্লেখযোগ্য ইভেন্টসমূহ হচ্ছেপ্রজেক্ট ডিসপ্লে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, উপস্থিত বক্তৃতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড (বিষয়সমূহ : পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান), বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও আইসিটি বিষয়ক অলিম্পিয়াড। কার্নিভালের বিশেষ আকর্ষণ ছিল সাধারণ জ্ঞানভিত্তিক ‘উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা’। কার্নিভালে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি প্রজেক্ট প্রদর্শিত হয়। কার্নিভালের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়া, কার্নিভাল উপলক্ষে ‘ইমপিরিয়াল নিউজ লেটার’ নামে একটি চার রঙের স্যুভিনির প্রকাশ করা হয়।