বাংলা নববর্ষ ১৪২৬

Start

End

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে গত ১৪ এপ্রিল কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠানের। সকাল ৯:০০টায় কলেজের সাংকৃতিক ক্লাব ‘নন্দন কাননের’ শিল্পিদের পরিবেশনায় বৈশাখী সংগীত,এসো হে বৈশাখ,এসো,এসো…মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের।লোকজ সংগীত পরিবেশন করেন ছায়ানবোংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে গত ১৪ এপ্রিল কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠানের। সকাল ৯:০০টায় কলেজের সাংকৃতিক ক্লাব ‘নন্দন কাননের’ শিল্পিদের পরিবেশনায় বৈশাখী সংগীত,এসো হে বৈশাখ,এসো,এসো…মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের।লোকজ সংগীত পরিবেশন করেন ছায়ানটের শিক্ষক মহিতোষ ম-ল ও শারমিন জাহান আশা।এছাড়াও কবিতা আবৃত্তি করেন জিল্লুর রহমান।অধ্যক্ষ আরিফ আহমদ তাঁর বক্ত্যবে বলেন কোমলমতি শিক্ষার্থীদের আমাদের ঐতিহ্য,কৃষ্টির সাথে পরিচিত করতেই আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা,আহবায়ক আয়নাল হক ও ক্লাব মডারেটর ফয়সাল বার্ক প্রমূখ। পহেলা বৈশাখ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণিল বৈশাখী মেলার আয়োজন করা হয়।

MORE DETAIL