Start
End
ঢাকা ইমপিরিয়াল কলেজের সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিগত ১-৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয় ১০ম সার্ক শিক্ষাসফর। ঢাকা ইমপিরিয়াল কলেজ ট্যুর ক্লাবের উদ্যোগে আয়োজিত ১০ম সার্ক শিক্ষাসফর গন্তব্য ছিল ভারতের হিমালয় ঘেরা নান্দনিক শহর মিরিক, কালিম্পং ও দার্জিলিং, সিটংসহ সন্নিহিত অঞ্চল। কলেজের শিক্ষার্থী, কলেজ অধ্যক্ষ, শিক্ষক-অভিভাবকসহ মোট ২৪জন অভিযাত্রী এই ট্যুরে অংশগ্রহণ করেন। সার্ক ট্যুরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ বলেনআনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই ধরনের অনানুষ্ঠানিক শিক্ষার আয়োজন তোমাদের জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে এবং তোমাদেরকে নিয়মিত পাঠদানে আরও বেশি মনোযোগী করে তুলবে। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই সার্ক ট্যুর আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এবং সুন্দরভাবে ট্যুর সম্পন্ন করার জন্য ট্যুর ক্লাবের প্রেসিডেন্ট এবং ১০ম সার্ক শিক্ষাসফরের আহবায়ক সাগর ভট্টাচার্য্য ও অভিযাত্রী সকলকে ধন্যবাদ জানান।