Start
End
ঢাকা ইমপিরিয়াল কলেজ কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে অদ্য ১৪/১২/২০২০, সোমবার, কলেজ ক্যাম্পাসে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যম আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ।আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব অনিরুদ্ধ ঘোষ। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বুদ্ধিজীবী এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার-আল বদর বাহিনী কর্তৃক বুদ্ধিজীবীদের নৃশংষ হত্যাকাণ্ডের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।শহীদ বুদ্ধিজীবী দিবস-এর পেক্ষাপট তুলে ধরে আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ নাজিমুল হক হক্কানী।এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা।তিনি বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বর্ণনা করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারী কুখ্যাত রাজকার-আল বদরদের দ্রুত বিচার সম্পন্ন করে জাতিকে কলংকমুক্ত করার দাবি জানান।করোনাকালীন সময়ে বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।