ঢাকা ইমপিরিয়াল কলেজের স্নাতক (সম্মান) কোর্সে ভর্তিকৃত ২য় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত।

Start

End

গত ২রা জানুয়ারি, ২০১৯, সকাল ১১:০০টায় ঢাকা ইমপিরিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ঢাকা ইমপিরিয়াল কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে  স্নাতক (সম্মান) কোর্সে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনার্স কোর্সের কো-অর্ডিনেটর শামীম আহসান। অন্যন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাঃ আলমগীর হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ কামরুজ্জামান ভূঞা, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মাদ মোস্তাক আহাম্মেদ এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ফারহানা ইকবাল প্রমুখ। এছাড়া, শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবরিনা চৌধুরী ঋতু এবং ইংরেজি বিভাগের প্রথম বর্ষের নবীন ছাত্র শফিকুল ইসলাম জিসান। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আরিফ আহমদ কলেজের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। তিনি ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ ও পাঠদানের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের সাংস্কৃতিক ক্লাব নন্দন কাননের শিল্পীবৃন্দ।

MORE DETAIL