Start
End
সূত্র : ডিক/
তারিখ : ১৭/১২/২০১৮
সূত্র : ডিক/ তারিখ : ১৭/১২/২০১৮
বরাবর
বার্তা সম্পাদক/চীফ রিপোর্টার,
…………………………………………………..।
প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীদের ৬ষ্ঠ সার্ক শিক্ষাসফর সম্পন্ন
ঢাকা ইমপিরিয়াল কলেজ ট্যুর ক্লাবের উদ্যোগে বিগত ১৬ নভেম্বর, ২০১৮ থেকে ২৫ নভেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় ঢাকা ইমপিরিয়াল কলেজের ৬ষ্ঠ সার্ক শিক্ষাসফর। কলেজের একাদশ শ্রেণির ২০ জন শিক্ষার্থী ও ০৫ জন শিক্ষক এই শিক্ষাসফরে অংশগ্রহণ করেন। ট্যুরের অভিযাত্রী দলের সঙ্গে অংশগ্রহণ করেন কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ এবং ট্যুর পরিচালনা করেন ট্যুর ক্লাবের প্রেসিডেন্ট সাগর ভট্টাচার্য্য।
সার্ক শিক্ষাসফরের অংশ হিসেবে অভিযাত্রী দল প্রথমে পরিদর্শন করে ভারতের নয়নাভিরাম হিমালয়ের পাহাড় কন্যা মেঘের চাদরে আবৃত এক স্বপ্নময় শহর দার্জিলিং। দার্জিলিং শহরের অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি অভিযাত্রী দল পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তুষারাবৃত কাঞ্চনজংঘার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এছাড়াও রক গার্ডেনের পাহাড়ি ঝর্ণা, বাতাসিয়া লুপ, জাপানীজ টেম্পল, মিরিক লেক এবং গোপালধারার বিখ্যাত টি এস্টেট পরিদর্শন করে।
সার্ক ট্যুরের দ্বিতীয় অংশে অভিযাত্রী দল ভ্রমণ করে হিমালয় ঘেরা অন্যতম দেশ ভূটানের পারো ও থিম্পু শহরের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থান পারো ন্যাশনাল ফোর্ট, মিউজিয়াম, পারো এয়ারপোর্ট, থিম্পু বুদ্ধিস্ট টেম্পল ইত্যাদি। সার্ক শিক্ষাসফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ২১ নভেম্বর, ২০১৮ তারিখে ভূটানের রয়েল থিম্পু কলেজ পরিদর্শন এবং শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ। সার্ক শিক্ষাসফর বিষয়ে অভিযাত্রীদের উদ্দেশে কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ বলেন, ঢাকা ইমপিরিয়াল কলেজ বাংলাদেশে একমাত্র কলেজ যেটি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিম-লে সার্ক শিক্ষাসফরের আয়োজন করে থাকে। নিয়মিত শিক্ষার পাশাপাশি এ ধরনের শিক্ষাসফরের আয়োজন শিক্ষার্থীদের একঘেঁয়েমি কাটিয়ে তাদেরকে লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী করে তুলবে এবং তাদের জ্ঞানের ভা-ারকে সমৃদ্ধ করবে। তিনি ভবিষ্যতে আরো বৃহদাকারে সার্ক শিক্ষাসফর আয়োজনের কথা জানান। ট্যুর ক্লাবের প্রেসিডেন্ট বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাগর ভট্টাচার্য্য সফলভাবে সার্ক ট্যুর সম্পন্ন করায় অধ্যক্ষসহ অভিযাত্রী দলকে ধন্যবাদ জানান।
অধ্যক্ষ