জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন

Start

End

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা ইমপিরিয়াল কলেজে ভার্চুয়াল প্লাট ফর্মের মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ। অনুষ্ঠানের শুরুতেই কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল প্লাট ফর্মের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানের ২য় পর্বে জাতীয় শোক দিবসের উপর আলোচনা করেন উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা ,মোঃ নাজিমুল হক হক্কানী,একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহাদী হাসান ও নুসরাত জাহন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন জনাব মোঃশাকিবুল হক শিকদার ,শাহরিয়ার শাহ কাব্য এবং সংগীত পরিবেশন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার স্বর্ণা। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ বলেন- যারা এদেশের স্বাধীনতা চায়নি তারাই ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যা করে এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করার ষড়যন্ত্র করে।কিন্তু বর্তমান সরকার জাতির পিতার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে বাঙ্গালি জাতিকে কলংকমুক্ত করেছে্।

অনুষ্ঠানে শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলের রুহের মাগফেরাত কমনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কলেজের সকল শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী কালো ব্যাজ ধারন করেন।

MORE DETAIL