ইউআইইউ - ঢাকা ইমপিরিয়াল কলেজ ১ম বিজনেস এন্ড হিউম্যানিটিজ কার্নিভাল-২০১৮

Start

End

গত ০৪ ও ০৫ মে, ২০১৮, সকাল ৮:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী ইউআইইউ – ঢাকা ইমপিরিয়াল কলেজ ১ম বিজনেস এন্ড হিউম্যানিটিজ কার্নিভাল-২০১৮। কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ব্যাংক লিঃ-এর ভাইস প্রেসিডেন্ট ও বনশ্রী শাখার ম্যানেজার মোঃ মামুনুর রশিদ। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইমরান হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব মডারেটর মোঃ ফয়সাল বার্ক এবং সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্নিভাল অনুষ্ঠানের আহ্বায়ক দেবাশীষ কুমার ধর।

কার্নিভালে ঢাকা শহরের স্বনামধন্য ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। কার্নিভালের উল্লেখযোগ্য বিষয়সমূহ হচ্ছেঃ প্রজেক্ট ডিসপ্লে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, উপস্থিত বক্তিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা/ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ অলিম্পিয়াড। কার্নিভালের বিশেষ আকর্ষণ ছিল সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘আমার আইকিউ’। কার্নিভালে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি প্রজেক্ট প্রদর্শিত হয়।

সমাপনী দিনে কার্নিভালের প্রজেক্ট ও অলিম্পিয়াডে বিজয়ী ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। উদ্বোধনী ও সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজ সাংস্কৃতিক ক্লাব ‘নন্দন কানন’-এর শিল্পীবৃন্দ।

 

অধ্যক্ষ

MORE DETAIL