আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০

Start

End

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে কলেজ অডিটরিয়ামে অয়োজন করা হয় একুশের কবিতা আবৃত্তি এবং আলোচনা অনুষ্ঠানের। শুরুতেই কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবি আবু জাফর ওবায়দুল্লাহর ‘কোন এক মাকে’ কবিতার উপর  আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান বিভাগের ইলিয়াস আহম্মেদ আবৃত্তি প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে।   এছাড়া বিজ্ঞান বিভাগের তাবাসসুম তানসু দ্বিতীয় এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ফারজানা আলম যথাক্রমে তৃতীয় স্থান অধিকার করে । কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ- এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভাষা আন্দোলনের পেক্ষাপট এবং বাংলা ভাষার চর্চ বিষয়ের উপর মূল বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আহসান হাবীব। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন  উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা,এবং ক্লাব মডারেটর ফয়সাল বার্ক। কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের সকল ক্ষেত্রে বিকৃত ভাষা পরিহার এবং শুদ্ধ বাংলা ব্যবহারের আহবান জানান। এজন্য তিনি  শিক্ষার্থীদের বেশি বেশি বাংলা ভাষার বই পড়ার তাগিদ দেন।অনুষ্ঠানের শেষাংশে নন্দনকাননের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘একুশেরগান’।

MORE DETAIL