
বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০
গত ১০ জানুয়ারি ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০্। কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সেক্রেটারি ড. হাসিনা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরটি ইসলামী ব্যাংক লিঃ, বনশ্রীি শাখার ম্যানেজার জনাব এ কে এম মকবুল হোসেন এবং ঢাকা ব্যাংক লিঃ, বনশ্রী শাখার ম্যানেজার জনাব মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বযকারী মোহাম্মদ নাদির হোসেন। উক্ত অলিম্পিয়াডে কলেজ শাখার ১০ জন এবং স্কুল শাখার ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।