ঢাকা ইমপিরিয়াল কলেজের ৭ম সার্ক শিক্ষাসফর

ঢাকা ইমপিরিয়াল কলেজের ৭ম সার্ক শিক্ষাসফর

ঢাকা ইমপিরিয়াল কলেজের সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিগত ৭-১৫ নভেম্বর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয় ৭ম সার্ক শিক্ষাসফর। ঢাকা ইমপিরিয়াল কলেজ ট্যুর ক্লাবের উদ্যোগে আয়োজিত এবারের সার্ক ট্যুরের গন্তব্য ছিল ভারতের হিমালয় ঘেরা নান্দনিক শহর কালিমপং ও সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটকসহ সন্নিহিত অঞ্চল। কলেজের ২০জন শিক্ষার্থী, কলেজ অধ্যক্ষ ও ৫জন শিক্ষক-কর্মকর্তসহ মোট ২৫জন অভিযাত্রী এই ট্যুরে অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই সার্ক ট্যুরে অভিযাত্রীদল প্রথমে ভ্রমণ করে ভারতের পশ্চিম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য্যমÐিত পাহাড়ী জেলা কালিংপং- এর পাইনভিউ নার্সারি, সাইন্স সিটি, ডেলো পার্ক, গলফ্ কোর্স, দুর্বিণ দ্বারা মনস্ট্রিসহ বিভিন্ন নৈস্বর্গিক স্থানসমূহ। এছাড়াও অভিযাত্রী দল ঐতিহ্যবাহী কালিমপং কলেজ পরিদর্শন করে। সেখানে তাঁরা কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি কলেজের বিভিন্ন গবেষনাগার, গ্রন্থাগার ও কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। পরবর্তীতে অভিযাত্রী দল ভ্রমণ করে হিমালয়ের সৈান্দর্য্য ঘেরা অপার প্রাকৃতিক শোভামÐিত সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক-এর সাংগু লেক, ফুলের প্রদর্শনী, সিকিম মিউজিয়াম, গুঞ্জন মনস্ট্রি, তাসি ভিউ পয়েন্ট, বন জাখারি ফল্সসহ বিভিন্ন নৈস্বর্গিক ও নান্দনিক স্পটসমূহ। সার্ক ট্যুরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ বলেন-আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই ধরনের অনানুষ্ঠানিক শিক্ষার আয়োজন তোমাদের জ্ঞানের ভাÐারকে আরও সমৃদ্ধ করবে এবং তোমাদেরকে নিয়মিত পাঠদানে আরও বেশী মনোযোগী করে তুলবে। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই সার্ক ট্যুর আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এবং সুন্দরভাবে ট্যুর সম্পন্ন করার জন্য ট্যুর ক্লাবের প্রেসিডেন্ট এবং ৭ম সার্ক স্টাডি ট্যুরের আহবায়ক সাগর ভট্টাচার্য্য ও অভিযাত্রী সকলকে ধন্যবাদ জনান।