
ঢাকা ইমপিরিয়াল কলেজের ২৫ বছরপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান
গত ০৮ জানুয়ারি, ২০২২, শনিবার, সকাল ১১:০০টায় ঢাকা ইমপিরিয়াল কলেজের ২৫ বছরপূর্তি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিতহয়। রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা.দীপুমনিএমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃমশিউর রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিংবডির সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহানমিয়া।
উক্ত রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল আনুষ্ঠানিক উদ্বোধন, স্মৃতিচারণ, আড্ডা,আলোচনা,স্মারকউপহার,স্যুভেনিরপ্রদান,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা ইমপিরিয়াল কলেজ কর্তৃক আয়োজিত স্কুল-কলেজভিত্তিক জাতীয় রচনা প্রতিযোগিতা-২০২১-এর পুরস্কার বিতরণী এবং ঢাকা ইমপিরিয়াল কলেজ সাংস্কৃতিক ক্লাব নন্দনকাননের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ছিল জনপ্রিয় ব্যান্ড দল আভাস-এর পরিবেশনায় ব্যান্ডসংগীত। এ অনুষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, অতিথিবৃন্দসহ প্রায় ১,৫০০ জন উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ